সাফ কবলা বা বিক্রয় দলিল নমুনা ফরম

নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ২২ক(৩) এর অধীন সম্পত্তি হস্তান্তর দলিলের নমুনা ফরম প্রণীত হয়েছে। আপনার প্রয়োজনীয় দলিলের ফর্মটি ডাউনলোড করে নিজে নিজেই দলিল প্রস্তুত করে নিতে পারবেন।

ফরম্যাটটি মাইক্রোসফট ওয়ার্ডে নিকোশ ফন্ট এবং বিজয় (SutonnyMJ) ফন্ট ব্যবহার করা লেখা হয়েছে। স্ট্যাম্পে প্রিন্ট করার পূর্বে পেজ সেটিংস থেকে টপ মার্জিন ৬.৪ ইঞ্চি নির্ধারণ করে নিতে হবে।

সাফ-কবলা দলিল (পূরণকৃত নমুনা)

সাফ-কবলা দলিল (পূরণকৃত নমুনা) [বিজয়]

পাওয়ারমূলে সাফ-কবলা (পূরণকৃত নমুনা)

পাওয়ারমূলে সাফ-কবলা (পূরণকৃত নমুনা) [বিজয়]

সম্পর্কিত আইন ও বিধিমালাঃ


প্রকাশঃ সেপ্টেম্বর ১০, ২০২২ সর্বশেষ হালনাগাদঃ এপ্রিল ২২, ২০২৪