নামজারি ফিস ও প্রয়োজনীয় কাগজপত্র

ভূমি মন্ত্রণালয়ের ৩০/০৬/২০১৫ তারিখের ৩১.০০.০০০০.০৪২.০৪.০১৯.০৮-৫৯৮ নং পরিপত্র অনুযায়ী নামজারি/মিউটেশনের জন্য প্রয়োজনীয় ফিঃ

ক) আবেদনের জন্য কোর্ট ফি – ২০ টাকা।

খ) নোটিশ জারি ফি – ৫০ টাকা।

গ) রেকর্ড সংশোধন বা হালকরণ ফি – ১,০০০ টাকা।

ঘ) প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ – ১০০ টাকা।

নামজারির আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র

১। সর্বশেষ নামজারি ও জমাভাগ/জমা একত্রিকরণের খতিয়ান (প্রযোজ্য ক্ষেত্রে)।

২। সর্বশেষ গেজেটে প্রকাশিত খতিয়ানের কপি।

৩। ওয়ারিশ সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) (অনধিক ০৩ মাসের মধ্যে ইস্যুকৃত)।

৪। মূল দলিলের ফটোকপি/সার্টিফাইড কপি।

৫। সর্বশেষ জরিপের পর থেকে আবেদনকারীর আবেদন সময় পর্যন্ত হস্তান্তরের বায়া/পিট দলিল।

৬। হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা।

৭। আদালতের রায়/আদেশ/ডিক্রি থাকলে আদেশ ও আরজির সার্টিফাইড কপি।

৮। জমির চৌহদ্দিসহ কলমি নক্সা (আবেদনকারীর নিজের মত)।

৯। আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

১০। আবেদনের সঙ্গে আবেদনকারীর সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

১১। আবেদনকারীর পক্ষে মনোনীত কোন ব্যক্তির শুনানিতে থাকতে চাইলে ছবিসহ হলফনামার কপি।

১২। শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিডা কর্তৃক নির্ধারিত কাগজপত্র।

বিঃদ্রঃ ১। শুনানী গ্রহণকালে দাখিলকৃত কাগজের মূল কপি অবশ্যই আনতে হবে।

২। নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন ভূমি অফিসে দখল/প্রয়োজনীয় মালিকানার রেকর্ডপত্র দেখাতে হবে।

সংশ্লিষ্ট আইন ও বিধিমালা

১। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০

২। ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০

৩। ভূমি মন্ত্রণালয়ের ৩০ জুন ২০১৫ তারিখের ৩১.০০.০০০০.০৪২.০৪.০১৯.০৮-৫৯৮ নম্বর পরিপত্র।

৪। ভূমি মন্ত্রণালয়ের ১১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের ৩১.০০.০০০০.০৪৬.৬৮.০১৭.১৬-১০৮ নম্বর পরিপত্র।

৫। ভূমি মন্ত্রণালয়ের ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখের ৩১.০০.০০০০.০৪২.৬৮.০০৬.১৯-৭১৪ নম্বর পরিপত্র।

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা

জেলা প্রশাসক / অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

সংশ্লিষ্ট ওয়েবসাইট

১। www.land.gov.bd

২। www.mutation.land.gov.bd

নামজারি ও জমাভাগ প্রসেস ম্যাপ

mutation-process-map


সর্বশেষ হালনাগাদঃ জুলাই ২২, ২০২২