অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০১২ ২০১২ সনের ৭নং অধ্যাদেশ প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২১ উৎসঃ www.land.gov.bd Disclaimer: প্রকাশিত গেজেট/আইন/বিধিমালা/পরিপত্র এর সর্বস্বত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। দলিল.কম এর প্রকাশনার সাথে কোনভাবেই জড়িত নয়। বিস্তারিত ব্যবহারের শর্তাবলি দেখতে এখানে ক্লিক করুন। সম্পর্কিত নিবন্ধ/আইন পড়ুনঃ এলটি নোটিশের সঙ্গে দলিল বুনিয়াদে নামজারি সংশ্লিষ্ট নির্দেশনা, ২০২০ ৪ ধারা এর অধীন ৩০ দিনের নোটিশ প্রদানের মাধ্যমে পাওয়ার দলিল বাতিলকরণ সংক্রান্ত পরিপত্র, ২০১৭ দলিল লেখকদের শেড প্রশাসন কর্তৃক ভাঙা প্রসঙ্গে, ২০১৬ সুপ্রীম কোর্টের আদেশে মালিকানা নির্ধারিত হওয়ায় ৫২ক ধারা প্রতিপালন না করিয়া রেজিস্ট্রিকরণ, ২০১৫