রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন, ১৯৫০ এর ধারা ৮৯(১)(ক) অধীন এলটি নোটিশ নমুনা ফরম প্রণীত হয়েছে। আপনার প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করে নিজে নিজেই এলটি নোটিশ প্রস্তুত করে নিতে পারবেন। ফরম্যাটটি মাইক্রোসফট ওয়ার্ডে নিকোশ ফন্ট এবং বিজয় (SutonnyMJ) ফন্ট ব্যবহার করা লেখা হয়েছে। স্ট্যাম্পে প্রিন্ট করার পূর্বে পেজ সেটিংস থেকে টপ মার্জিন ৬.৪ ইঞ্চি নির্ধারণ করে নিতে হবে।
এলটি নোটিশ নমুনা ফরম (পূরণকৃত)
এলটি নোটিশ (পূরণকৃত নমুনা).pdf
এলটি নোটিশ (পূরণকৃত নমুনা).doc